Web Analytics

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ ও সাত রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গহীন বনে পালিয়ে যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার হওয়া জেলেদের বুধবার সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়রা উপজেলার বিভিন্ন গ্রামের এই জেলেরা জানান, তারা সাত দিন ধরে জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি ছিলেন এবং মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতনের শিকার হন।

কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবন এলাকায় জলদস্যু দমন ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে তৎপরতা জোরদার করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।