Web Analytics

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা রোববার আসতে পারে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, শনিবার রাতেই বিষয়টি চূড়ান্ত করার কাজ চলছে এবং আজও বৈঠক হবে। এই প্রক্রিয়ায় জামায়াত, ইসলামী আন্দোলনসহ আট দলের পাশাপাশি এনসিপি ও নতুন কয়েকটি দল যুক্ত হচ্ছে বলে জানা গেছে।

গত ৯ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট লিয়াজোঁ কমিটি আসন সমঝোতা নিয়ে কাজ শুরু করে। সব দলের চাহিদা অনুযায়ী সমঝোতা করতে কিছুটা সময় লাগলেও এখন বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আট দলের মধ্যে রয়েছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং আগামী ৩ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।