Web Analytics

১১ দলীয় জোটের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার ফেনী সফরে যাচ্ছেন। তিনি সকাল ১০টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে দলের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা বিষয়টি জানায়। তারা জানান, সকাল ৮টা থেকে জনসভা শুরু হবে এবং ১০টায় আমিরে জামায়াত বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আমির মুফতি আবদুল হান্নান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মাস্টার সামছুদ্দিন, ফেনী-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের ১১ দলীয় প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরও নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়।

এই সমাবেশটি ফেনী জেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।