Web Analytics

রাবি'তে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন আরও উত্তপ্ত রূপ নিয়েছে। শনিবার রাত ১০টার দিকে টানা ৪০ ঘণ্টা অনশন করার পর কোনো সমাধান না পেয়ে অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন। শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমি মারা গেলে যেন আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় এবং শিক্ষার্থীরা যেন এ আন্দোলন চালিয়ে নেয়। জানা গেছে, বর্তমানে ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আমরণ অনশনে রয়েছেন। এর আগে উপ-উপাচার্যের বাসভবনে তালা দেওয়া, জুবেরী ভবনের সামনে বিক্ষোভ, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ নিয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন। আমরা শুনেছি, তারা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছে। এজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ শিক্ষার্থীদের গায়ে কোনোভাবেই হাত দেবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।