Web Analytics

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো স্বৈরাচারি হয়ে উঠলে তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। গণতন্ত্রই সর্বোত্তম ব্যবস্থা। তিনি বলেন, আমি যে কাজগুলো করতে চাই, আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে যাব, আপনারা আমাকে ভোট দিয়েন। অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে। যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা বলছি যে, একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কারগুলো করা দরকার, সেগুলো করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা-কেন্দ্রিক যে সংস্কার। দুই নম্বরে আইনশৃঙ্খলা ব্যবস্থা, তিন নম্বরে জুডিশিয়াল রিফর্ম। এই তিনটি একেবারে মাস্ট করতে হবে। তিনি বলেন, বিএনপি কখনোই এ কথা বলে নাই যে, আগে নির্বাচন, আর তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।