শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, শহীদ বুদ্ধিজীবীরা স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে কলম ধরেছিলেন, আর তাদের হত্যাকাণ্ড ছিল জাতির মেধাশক্তি ধ্বংসের গভীর ষড়যন্ত্র।
তারেক রহমান বলেন, অর্ধশতাব্দি পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো পূরণ হয়নি, কারণ গণতন্ত্র বারবার বিপর্যস্ত হয়েছে। তিনি আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও বহুমাত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি দেশের নাগরিকদের একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলাই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।