Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপপরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইপিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১ জানুয়ারি নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানটি ৩ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই শোক ঘোষণা করেন।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তান পার্লামেন্টের স্পিকার এবং নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় আসবেন বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।