অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ায় সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে বিজ্ঞাপন ও প্রচারের কাজে এই ভুয়া ভিডিও ব্যবহার করছে, যার সঙ্গে অর্থ উপদেষ্টা বা মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে। ইতোমধ্যে ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সবাইকে এ ধরনের ভুয়া ভিডিও বা সংবাদে বিভ্রান্ত না হতে এবং কোনো আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।