বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের তিন বিমানবন্দরের ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২০২৫-২৬ অর্থবছর থেকে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এর মধ্যে ১৪টি প্রতিষ্ঠান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বাকিগুলো চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে। বেবিচকের কর্মকর্তারা জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ ফাঁকি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইজারা নেওয়া এবং মালিক পলাতক থাকার অভিযোগ রয়েছে। তাই বিমানবন্দর কর্তৃপক্ষ চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।