Web Analytics

এবারের পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অষ্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল। দেশটিতে সোমবার ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে। ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া, সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল। ফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্যউপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। কাউন্সিলের তথ্যমতে, ২৯ মার্চ রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। দেখা যাবে ৩০ মার্চ। ফলে রমজান মাস হবে ৩০ দিনে। অর্থাৎ সোমবার পবিত্র ঈদুল ফিতর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।