Web Analytics

বাগেরহাটের মোংলায় ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে সাবেক সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ বুলবুল ফকিরকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে সুন্দরবন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাশতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ২৮ বছর বয়সী বুলবুল ফকির ওই এলাকার মোঃ আকরাফিলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। নিয়মিত মামলার অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান শাহীন জানান, নিয়মিত মামলায় তাকে আটক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।