Web Analytics

বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভায় জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা ৯ম গ্রেডের প্রথম শ্রেণির পদ সৃজন ও পদোন্নতির বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। বর্তমানে ১০ম গ্রেডভুক্ত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য পদোন্নতির কোনো সুনির্দিষ্ট সোপান নেই। ২০১৮ সাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগে একাধিকবার প্রস্তাব পাঠানো হলেও অর্থ বিভাগের অসম্মতির কারণে তা বাস্তবায়িত হয়নি। জেলা প্রশাসক সম্মেলন ২০২৫-এ পুনরায় এই পদ সৃজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে নতুন প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সভায় প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ববিধি (চার্টার অব ডিউটিজ) হালনাগাদ ও বিস্তারিত করার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়, যা এখনো বাস্তবায়িত হয়নি। সভায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।