Web Analytics

বাংলাদেশ আন্তর্জাতিক নৌ-সংস্থা কাউন্সিলের ক্যাটাগরি-সি সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচনে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা করে বাংলাদেশ কূটনৈতিকদের ব্রিফিং আয়োজন করে। ব্রিফিংয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ বিশ্বের গুরুত্বপূর্ণ মেরিটাইম দেশগুলোর মধ্যে একটি। দেশে মাতারবাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণাধীন, এছাড়া তিনটি সমুদ্রবন্দর এবং ৫২টি অভ্যন্তরীণ নদীবন্দর দেশের নৌপরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে বাংলাদেশের ভূমিকা বলিষ্ঠ। এই প্রেক্ষাপটে দেশের মেরিটাইম খাতকে এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক পর্যায়ে অবদান রাখতে আইএমও কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ সদস্যপদে অংশ নিচ্ছে। ওখানে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দেশের ব্যবসা বাণিজ্যের প্রায় ৯৫ শতাংশ সমুদ্রপথে হচ্ছে। সরকার মেরিটাইম খাতকে নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করছে। জাহাজ পুনঃব্যবহার খাতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তিনি কূটনীতিকদের বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।