ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সমর্থিত ৩ বাম সংগঠনের যৌথ প্যানেল ঘোষণা করেছে সংগঠনগুলো। প্যানেলের নাম দেয়া হয়েছে ‘অপরাজেয় ৭১- অদম্য ২৪’। এতে ভিপি হিসেবে যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মো. নাইম হাসান হৃদয় এবং জিএস পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়কে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়াও, এজিএস পদে দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলামের নাম ঘোষণা করা হয়।