Web Analytics

আওয়ামী শাসনামলে প্রথম গুমের শিকার হন বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম। সোমবার সেই গুমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। জানা গেছে, গুমের ঘটনার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জিয়াউল আহসান জিয়াসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। পরিবারের অভিযোগ, ২০১০ সালের ২০ জুন গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ফেরার পথে র‌্যাব পরিচয়ে কয়েকজন চৌধুরী আলমের ওপর হামলা করে। স্থানীয়রা র‌্যাব-১-এর বিল্লাল নামে এক সদস্যকে ধরে গুলশান থানায় সোপর্দ করে। ২৫ জুন রাতে ফার্মগেটের ইন্দিরা রোডে একটি সাদা মাইক্রোবাসে করে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আলমকে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও তার খোঁজ পাননি পরিবার। কেউ জানে না তিনি জীবিত আছেন নাকি মৃত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।