২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের আওতাধীন ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন জানান, পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরবর্তীতে অফিসিয়াল ACAS ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কৃষি গুচ্ছের আওতায় রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট নয়টি প্রতিষ্ঠান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।