Web Analytics

বগুড়ার নামুজা এসএসআই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ল্যাব সহকারী পদে প্রথম হওয়া সত্ত্বেও ১০ লাখ টাকা ঘুষ না দেওয়ায় চাকরি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে শাহাদত হোসাইন জেলা প্রশাসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, মাদ্রাসার অধ্যক্ষ রুস্তম আলী হোটেলে ডেকে ঘুষ দাবি করেন, কিন্তু তিনি অস্বীকৃতি জানান। পরে নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করা হয়। জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানাতে গেলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি ৯ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত বিবাদীদের কৈফিয়ত তলব করলেও তারা সময়মতো জবাব না দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০ নভেম্বর শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।