ছাত্রদলের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসাইন মিথুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলার ঘটনায় অভিযুক্ত আরো ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন বিলাল ও আল ওয়াসি। পুলিশ জানিয়েছে, গত ১০ জানুয়ারি এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কম্পিউটার সোসাইটির সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এই ঘটনায় মিথুনের সংশ্লিষ্টতা পেয়ে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে থানার সামনে পুলিশের উপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে পাঁচজন পুলিশ আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়। মিথুনসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়!