Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন যে, সাবেক শেখ হাসিনা সরকার ভুল শিক্ষানীতি, দলীয়করণ এবং শতভাগ পাশের নীতি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। ১৭ নভেম্বর কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হাসিনা সরকার পাশের হার বাড়ালেও শিক্ষার মান উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি এবং জাতিকে অশিক্ষিত হিসেবে বিশ্বে উপস্থাপনের ষড়যন্ত্র করেছে। বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ড. মোশাররফ শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন ও সুশিক্ষিত নাগরিক হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক সচিব মো. নিজামউদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল আমীনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।