আবুধাবি টি-টেন লিগে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে নর্দান ওয়ারিয়র্স চার রানে জয় পেয়েছে সাইফ হাসানের আস্পিন স্ট্যালিয়ন্সের বিপক্ষে। টসে জিতে আগে বোলিংয়ে নামা স্ট্যালিয়ন্সের বিপক্ষে নর্দান ওয়ারিয়র্স ১০ ওভারে ১ উইকেটে ১১৪ রান তোলে। জনসন চার্লস ৩৪ বলে ৫৫ এবং কলিন মুনরো অপরাজিত ২১ বলে ৩৮ রান করেন। জবাবে স্ট্যালিয়ন্স ১১০ রানে থেমে যায়। তাসকিন দুই ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট নেন, শাহনাওয়াজ দাহানি তিনটি উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন। সাইফ হাসান ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হন; এক ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট পাননি এবং ১১ বলে ১৫ রান করেন। দিনের প্রথম ম্যাচে নর্দান ওয়ারিয়র্সের এই জয় দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।