Web Analytics

শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ে ১৪টি বিশেষ নির্দেশনা জারি করেছে। রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোসা. আরফিন নাহার স্বাক্ষরিত এই নির্দেশনা পাকশী ও লালমনিরহাট বিভাগের রেলওয়ে ব্যবস্থাপকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় স্টেশন মাস্টার, লোকোমাস্টার, গার্ড ও কন্ট্রোল অফিসের কর্মীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। মূল পদক্ষেপের মধ্যে রয়েছে কশন অর্ডার (ওপিটি-৮০) ইস্যু, ফগ সিগন্যাল ব্যবহার, অনুমোদিত ব্যক্তির মাধ্যমে লাইন ক্লিয়ার নিশ্চিতকরণ এবং স্টেশনগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা। এছাড়া ট্রেন ক্রুদের মোবাইল নম্বর রেকর্ড রাখা, লেভেল ক্রসিং গেট বন্ধ নিশ্চিত করা এবং পর্যাপ্ত ফগ সিগন্যাল মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের ঘন ঘন নৈশ সংকেত পরিদর্শন ও দীর্ঘস্থায়ী কুয়াশার ক্ষেত্রে জরুরি সেল খোলার নির্দেশও দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে, এসব নির্দেশনা না মানলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।