বিজ্ঞানীরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহে সূর্য থেকে নির্গত একাধিক করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) পৃথিবীতে আঘাত হানছে, যা তীব্র ভূ-চৌম্বকীয় ঝড় সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) একে জি-৪ স্তরের ঝড় হিসেবে ঘোষণা করেছে, যা অত্যন্ত শক্তিশালী। ইতোমধ্যে আফ্রিকা ও ইউরোপে সাময়িক রেডিও ব্ল্যাকআউট দেখা গেছে এবং স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। তবে এই ঝড়ের ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের আকাশে মনোমুগ্ধকর অরোরা বা উত্তরী আলো দেখা যাচ্ছে। সূর্যের ১১ বছরের চৌম্বকীয় চক্রের সর্বোচ্চ পর্যায়ে থাকায় সাম্প্রতিক মাসগুলোতে এমন আলোর প্রদর্শন বেড়েছে। যদিও সৌরঝড় সরাসরি মানুষের জন্য ক্ষতিকর নয়, এটি জিপিএস, রেডিও যোগাযোগ ও বিদ্যুৎ গ্রিডে সাময়িক প্রভাব ফেলতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।