গোপালগঞ্জে ১৬ জুলাই এনসিপির পদযাত্রা কেন্দ্রে সংঘর্ষ ও সহিংসতার সময় পুলিশের গাড়িতে লাশ তোলা হয়েছে বলে যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেটি পুরোনো এবং ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। ভিডিওটি ২০২৪ সালের ৪ জুনের, যেখানে একটি ছিনতাইকারীকে গণপিটুনির পর পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছিল। সুতরাং গোপালগঞ্জের ঘটনার সঙ্গে ভিডিওর কোনো সম্পর্ক নেই; এটি বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার। ভিডিওটি শনাক্ত করা গেছে ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি ফেসবুক পেজ এবং ‘Mohammad Sajon’ নামে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে। উভয় ক্ষেত্রেই ক্যাপশনে একই দাবি ছিল।