বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সাতটি টেলিকম কোম্পানির পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে টেলিবার্তা, র্যাংকস টেলিকম এবং বাংলা ফোন। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন না করায় ২০ জানুয়ারি এই ঘোষণা দেওয়া হয়। বাতিলের ফলে এসব লাইসেন্সের আওতায় যেকোনো কার্যক্রম বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১ অনুযায়ী অবৈধ বলে বিবেচিত হবে। কোম্পানিগুলোকে ৩০ দিনের মধ্যে মূল লাইসেন্স সনদ জমা দেওয়া এবং সব বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।