Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত মোট ৬৮৬টি মামলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, এর মধ্যে ৩২৪টি হত্যা মামলা, যার মধ্যে ঢাকাতেই রয়েছে ৩২১টি। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা হিসেবে তাকে অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে গণহত্যাসহ ৫টি মামলা হয়েছে, যার একটিতে সম্প্রতি ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে ৬টি। গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন-পরবর্তী সহিংসতার ঘটনায় সারা দেশে ১,৬০০টির বেশি মামলা হয়, যার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ৫৮০টি মামলা তদন্তাধীন। এছাড়া আদালত অবমাননার অভিযোগে ২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়। প্রথম মামলা করা হয় গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুরে ব্যবসায়ী আবু সাঈদ হত্যার ঘটনায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।