বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, পুশ ইনের মাধ্যমে ভারত পায়ে পারা দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে ঝামেলার সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদেরকেই নিতে হবে। এ বিষয়ে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। রিজভী আরও বলেন, জনগণের টাকা পাচার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও মন্ত্রীরা লুটপাট করেছে। এর দায়ভার অবশ্যই শেখ হাসিনাকে নিতে হবে।