Web Analytics

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগামী ডিসেম্বর মাসে মীরগঞ্জ ব্রিজের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে বরিশাল-৩ এলাকার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের জন্য সাহায্য ও সহযোগিতা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মুলাদী উপজেলার জন্য কাঁচা ও সলিং রাস্তা, ২৭টি কালভার্ট, ৪৫টি গভীর নলকূপ, ৩৪টি মসজিদ ও মন্দির সংস্কারের কাজ। উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে বরাদ্দ প্রদানের আশ্বাস দিয়েছেন। এছাড়া মুলাদী উপজেলার ১৮টি রাস্তা পাকার করার কার্যাদেশ বিবেচনাধীন রয়েছে এবং মুলাদী প্রেস ক্লাবের মেরামত ও সংস্কারের জন্য ২ লাখ টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।