Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। ঘোষিত প্রার্থীরা ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, যশোর, নড়াইল, খুলনা, পটুয়াখালী, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলার আসনে মনোনয়ন পেয়েছেন। এর আগে গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল দলটি। দ্বিতীয় দফার এই ঘোষণার মাধ্যমে মোট ৩০০ আসনের মধ্যে ২৭৩ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।