Web Analytics

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার এবং মন্ত্রণালয় থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই হামলার ঘটনা ঘটেছে। তাই আমরা সরকার ও মন্ত্রণালয়ের কাছে জবাব চাইবো। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ তার নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের ওপর হত্যার নীল নকশা নিয়ে আক্রমণ দেখেছি। উপদেষ্টা মাহফুজ আলম এর আগে যখন লন্ডন এবং আমেরিকায় গিয়েছিল, তখন সেখানেও তার ওপর হামলা করার চেষ্টা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা আখতার হোসেনের ওপর হামলা দেখতে পাই। ক্রমাগত এই হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতাগুলোর বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়া হয়নি।‌ নাহিদ বলেন, অনেক আসামি জামিন পেয়ে পালিয়ে যাচ্ছে। অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদের হুমকি দিচ্ছে। এজন্য সরকারের সর্বস্তরের যে ফ্যাসিবাদের দোসর রয়ে গেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অপরদিকে, শাপলা প্রতীক প্রসঙ্গে বলেন, ইসি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। এছাড়া জিওপি ও এনসিপি এক হওয়ার আলোচনা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।