অরাজনৈতিক সামাজিক সংগঠন মূল্যবোধ আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে তিনটি বিকল্প—‘হ্যাঁ’, ‘আপত্তিসহ হ্যাঁ’ এবং ‘না’—রাখার দাবি জানিয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংগঠনটি জানায়, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত গণভোটে ভোটারদের সব ধারার পক্ষে বা বিপক্ষে একযোগে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, যা তারা অন্যায় ও জনআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মনে করে। মূল্যবোধ আন্দোলনের অভিযোগ, জুলাই সনদে ইসলাম ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার স্থান নেই এবং সেখানে পশ্চিমা বহুত্ববাদী ও সেক্যুলার মতাদর্শকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে যে, ‘সাম্য’ ও ‘সামাজিক ন্যায়বিচার’-এর মতো অস্পষ্ট পরিভাষার মাধ্যমে ধর্মবিরোধী মূল্যবোধ অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হতে পারে।
সংগঠনটি সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা পুনঃপ্রতিষ্ঠা ও কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না রাখার দাবি জানায়। এসব দাবি বাস্তবায়ন সম্ভব না হলে, তারা বিতর্কিত অনুচ্ছেদগুলোকে গণভোটের বাইরে রাখার বা ‘আপত্তিসহ হ্যাঁ’ বিকল্প যুক্ত করার প্রস্তাব দেয়।