Web Analytics

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও খ্যাতনামা গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যানসারসহ নানা শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন বলে জানা গেছে। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেলিম হায়দার ‘সন্ন্যাসী’, ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’, ‘উল্লাস’ এবং ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ ব্যান্ডে গিটার বাজিয়েছেন। তিনি রুনা লায়লাসহ বহু শিল্পীর সঙ্গে কাজ করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের গানে গিটার বাজিয়েছেন। লিড গিটারিস্ট হিসেবে পরিচিত হলেও তিনি বেজ, রিদম ও কি-বোর্ড বাজাতেও সমান দক্ষ ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।