Web Analytics

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জের চাঁদপাশায় জোটের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন আচরণবিধি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী একটি দলের পক্ষপাতিত্ব করছে এবং সেই দলের নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে বলে তার দাবি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা তৈরি করে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে, তাদের বিশেষ ক্ষমতা আইনে দুই-তিন মাসের জন্য আটক করা গেলে সংঘর্ষ কমে আসবে এবং ভোটার ও প্রার্থীরা নিরাপদে ভোট দিতে পারবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।