গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। যার ফলে জুলাই গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ রাজপথে নেমেছিল। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে লীগ। সেই লীগকে এই দেশের জনগণ ৫ আগস্ট নিষিদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে অফিসিয়াল নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামবো। আমরা বেঁচে থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না।