Web Analytics

বৃহস্পতিবার মৌলভীবাজারের এক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান ও উপদেষ্টাদের উদ্দেশে আহ্বান জানান, কিছু অজ্ঞাত রাজনৈতিক ব্যক্তির প্রটোকল ও নিরাপত্তা তিনগুণ বাড়ানোর জন্য। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, যদি তাদের প্রটোকল প্রয়োজন হয়, তবে বিএনপির তুলনায় তিনগুণ বেশি দেওয়া উচিত। তারেক রহমানের দাবি, এই ব্যক্তিরা জনগণকে বিভ্রান্ত করছে এবং জনগণ এখন তা বুঝতে পারছে, ফলে তাদের প্রতি ক্ষোভ সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, বিএনপি ও লাখো জনতার পক্ষ থেকে এই অনুরোধ জানানো হচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কিছু গোষ্ঠীর ভূমিকার প্রসঙ্গ টেনে বলেন, মানুষ এখন সেই ইতিহাস নতুন করে জানতে চাইছে। ইতিহাস মুছে ফেলা যায় না এবং জনগণ ইতিমধ্যে তাদের অবস্থান দেখেছে।

তারেক রহমান পুনরায় বলেন, যেহেতু তারা সরকারের কাছে নিরাপত্তা চাইছে, তাই অন্তর্বর্তী সরকার যেন বিএনপির তুলনায় তাদের তিনগুণ প্রটোকল ও নিরাপত্তা প্রদান করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।