Web Analytics

রাজধানীর ধানমন্ডি থানায় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ২০ ডিসেম্বর রাতে সংঘটিত এই ঘটনায় ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম রোববার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা ভবনের ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র ও বাদ্যযন্ত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এই হামলার ঘটনা ঘটে, একই রাতে আরও কয়েকটি গণমাধ্যম কার্যালয়েও হামলা হয়।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।