Web Analytics

শহীদ শরিফ ওসমান হাদির দাফন উপলক্ষে সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে ক্যাম্পাসের সব প্রবেশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন সাধারণ মানুষের চলাচলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানাজা মাঠ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। দায়িত্বপ্রাপ্ত অনেক সদস্যের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত ছিল, যার মাধ্যমে সার্বক্ষণিক ভিডিও রেকর্ড ও মনিটরিং করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব ফুটেজ ডিএমপির কন্ট্রোল রুমে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছিল।

ঘটনাটিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের এই পদক্ষেপ নেওয়া হয়। চট্টগ্রাম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে তাঁকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে স্মরণ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।