Web Analytics

পাবনা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টারটি মঙ্গলবার বিকেলে যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলাচকে ফসলের মাঠে জরুরি অবতরণ করে। বিকাল সাড়ে ৪টার দিকে নিরাপদে অবতরণ করা হেলিকপ্টারটিতে পাইলটসহ ছয়জন আরোহী ছিলেন, যারা স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

অবতরণের পর স্কয়ার গ্রুপের আরেকটি হেলিকপ্টার এসে আরোহীদের ঢাকায় নিয়ে যায়। সন্ধ্যায় এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন ঘটনাস্থলে এসে জানান, সাপোর্টিং ব্যাটারিতে সমস্যা ধরা পড়েছে, যা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিক্যাল টিম এসে মেরামতের কাজ শুরু করবে বলে তিনি জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ হেলিকপ্টারটি দেখতে মাঠে ভিড় করেন। নিরাপত্তা নিশ্চিত করতে স্কয়ার গ্রুপের প্রায় ৩০ জন কর্মী রাতভর পাহারায় থাকবেন বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।