বগুড়ায় আবারো জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার রাতে ৩০-৩৫ জনের একদল অজ্ঞাত ব্যক্তি শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার কাছে ওই কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় জেলা জাতীয় পার্টির নেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। বগুড়া জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত তারা কয়েক জন নেতাকর্মী সংগঠন কার্যালয়ে ছিলেন। এরপর তারা চা পানের জন্য শহরের সাতমাথায় যান। রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ওসি জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।