Web Analytics

কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে সাত দিন পর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ কপাটগুলো বন্ধ করে। এর আগে গত ৫ আগস্ট রাত ১২টার পর পানি বৃদ্ধি পাওয়ায় ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খোলা হয়, যা ধীরে ধীরে বাড়িয়ে সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। কাপ্তাই বাঁধের গেইট খোলায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হয়। গত ৭ আগস্ট সন্ধ্যায় সর্বোচ্চ ৬৮ হাজার কিউসেক পানি নদীতে ছাড়ার রেকর্ড গড়েছে বাঁধটি। সূত্র জানায়, বর্তমানে পানি চাপ কিছুটা কমে আসায় গেইটগুলো বন্ধ করা হয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। বাঁধের পাঁচটি ইউনিট চালু রেখে প্রতিদিন ২১৫ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি ব্যবহার করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।