সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবি জানায়, সোমবার ভোরে সামছুসহ আরও চার বাংলাদেশি চোরাকারবারি মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বর্তমানে ওই সীমান্ত এলাকার ভারতীয় অংশে কারফিউ জারি থাকায় বিএসএফ সদস্যরা তাদের দিকে গুলি ছুঁড়ে। এতে সামছুর বাম কাঁধে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ সামছুকে আহত অবস্থায় উদ্ধার করে দেশে আনেন তার সঙ্গে থাকারা। চিকিৎসা শেষে এখন আত্মগোপনে আছেন সামছু।