Web Analytics

শনিবার ভোরে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অজ্ঞাত এক ব্যক্তি পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে নিচতলার গোডাউনে সংরক্ষিত ২০০৮-০৯ সালের ভোটারদের কিছু নথিপত্র ও একটি পরিত্যক্ত কম্পিউটার পুড়ে যায়। অফিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

ঘটনার পর জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেন। জেলা রিটার্নিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ জানান, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে নিরাপত্তা ফটক টপকে এক যুবক ভবনে প্রবেশ করে জানালার কাঁচ ভেঙে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রশাসন ঘটনাটি তদন্ত করে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।