Web Analytics

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়। লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা ঘিরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সোবহানবাগ, কারওয়ান বাজার, বিজয় সরণি ও শ্যামলী পর্যন্ত জনস্রোত দেখা যায়। দীর্ঘ এক মাসের বেশি চিকিৎসাধীন থাকার পর তিনি মঙ্গলবার, ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই বিদায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার মতোই জাতি আবারও গভীর শ্রদ্ধায় বিদায় জানিয়েছে। ফারুকীর মতে, এই জনস্রোত বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতার প্রকাশ, যা সবার ভাগ্যে জোটে না।

জানাজায় প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।