Web Analytics

বাংলাদেশি সাংবাদিক আনিস আলমগীরকে রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে। রাত ৮টা ৫০ মিনিটের দিকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। তবে কেন তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানায়নি ডিবি। আনিস আলমগীর নিজেই গণমাধ্যমকে তার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন তার বিরুদ্ধে অভিযোগ করে আসছিল যে, তিনি জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করেছেন এবং জুলাই বিপ্লবের গণহত্যার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

ঘটনাটি সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর নজরে এসেছে। এখনো পরিষ্কার নয়, আনিস আলমগীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হবে কিনা, নাকি জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।