Web Analytics

ঘূর্ণিঝড় কালমেগির ধ্বংসযজ্ঞ কাটতে না কাটতেই ফিলিপাইন নতুন বিপদের মুখে। এবার দেশটির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফাং-ওয়ং, যা রবিবার রাতে স্থলভাগে আঘাত হানার আগে সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ঘণ্টায় প্রবল বেগের বাতাস ও পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। প্রায় ১,৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ঝড় ইতোমধ্যেই পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু করেছে। দেশটির আবহাওয়াবিদ বেনিসন এসতারেজা জানান, এই ঝড় প্রায় গোটা ফিলিপাইন জুড়েই প্রভাব ফেলতে পারে। এর আগে কালমেগি ফিলিপাইনে ২০৪ জন ও ভিয়েতনামে পাঁচজনের প্রাণ কেড়েছে এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভিয়েতনামে ২,৮০০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং প্রায় পাঁচ লাখ মানুষ এখনো বিদ্যুৎবিহীন। বিশেষজ্ঞরা বলেন, প্রশান্ত মহাসাগরের টাইফুন বেল্টে অবস্থানের কারণে ফিলিপাইন ও ভিয়েতনাম নিয়মিতভাবে ঝড়ের কবলে পড়ে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণতা এই ধরনের ঘূর্ণিঝড়কে আরও শক্তিশালী করে তুলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।