ঘূর্ণিঝড় কালমেগির ধ্বংসযজ্ঞ কাটতে না কাটতেই ফিলিপাইন নতুন বিপদের মুখে। এবার দেশটির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফাং-ওয়ং, যা রবিবার রাতে স্থলভাগে আঘাত হানার আগে সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ঘণ্টায় প্রবল বেগের বাতাস ও পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। প্রায় ১,৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ঝড় ইতোমধ্যেই পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু করেছে। দেশটির আবহাওয়াবিদ বেনিসন এসতারেজা জানান, এই ঝড় প্রায় গোটা ফিলিপাইন জুড়েই প্রভাব ফেলতে পারে। এর আগে কালমেগি ফিলিপাইনে ২০৪ জন ও ভিয়েতনামে পাঁচজনের প্রাণ কেড়েছে এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভিয়েতনামে ২,৮০০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং প্রায় পাঁচ লাখ মানুষ এখনো বিদ্যুৎবিহীন। বিশেষজ্ঞরা বলেন, প্রশান্ত মহাসাগরের টাইফুন বেল্টে অবস্থানের কারণে ফিলিপাইন ও ভিয়েতনাম নিয়মিতভাবে ঝড়ের কবলে পড়ে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণতা এই ধরনের ঘূর্ণিঝড়কে আরও শক্তিশালী করে তুলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।