Web Analytics

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের মিছিলের পর একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা লাঠিসোঁটা ও ককটেল প্রদর্শন করে। কিছুক্ষণ পরই ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি চিনির ট্রাকে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়, ফলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে শতাধিক লোককে স্লোগান দিতে ও অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।