Web Analytics

নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বাদারু আবুবকর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন বলে সোমবার রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে। প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘোষিত জাতীয় নিরাপত্তা জরুরি পরিস্থিতির মধ্যেই এই পদত্যাগের খবর আসে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাইজেরিয়ায় সশস্ত্র ডাকাত ও অপহরণচক্রের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। কোগি রাজ্যের একটি গির্জা থেকে যাজকসহ এক ডজনেরও বেশি মানুষ অপহৃত হয়েছে এবং সোকোটোসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৪৯০ জনকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে নাইজার রাজ্যের একটি ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে ৩১৫ শিশুকে অপহরণের ঘটনা সবচেয়ে বড়। এসব ঘটনার পর প্রেসিডেন্ট টিনুবু পুলিশ ও সামরিক বাহিনীতে ব্যাপক নিয়োগের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ২২ কোটি মানুষের দেশে মাত্র ৩ লাখ ৭০ হাজার নিরাপত্তাকর্মী কাজ করছেন, যাদের অনেকেই ধনী ব্যক্তিদের সুরক্ষায় নিয়োজিত থাকায় প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তাহীনতা বাড়ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।