Web Analytics

চাকরি বিধিমালা প্রণয়নের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে শুক্রবার (১২ ডিসেম্বর) মেট্রোরেলের কর্মীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করায় রাজধানীতে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বিকাল ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছেড়ে যায়নি, ফলে যাত্রীরা বিপাকে পড়েন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাংশ কর্মকর্তা-কর্মচারী এই কর্মবিরতির ডাক দেন। যদিও ডিএমটিসিএল আগের দিন জানিয়েছিল যে শুক্রবার মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে, কিন্তু আন্দোলনকারীরা সেই ঘোষণা মানেননি। ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পরও কিছু প্রক্রিয়াগত বিষয় বাকি থাকায় যাত্রীসেবা বন্ধ রাখা হয়েছে।

হঠাৎ এই বন্ধে বিকেলে ঘুরতে বের হওয়া অনেক পরিবার বিপাকে পড়ে। সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে, তবে কবে সেবা স্বাভাবিক হবে তা এখনো জানা যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।