লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর গ্রামে মঙ্গলবার বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডে চার মাস বয়সী শিশু আয়াত হোসেনের মৃত্যু হয়েছে। দুলাল মিকারের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। নিহত শিশু আয়াত দুলাল মিকার ও পরান বেগমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে পরানী বেগম বাইরে কাপড় আনতে গেলে ঘরে আগুন ধরে যায়। পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী মো. শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় তিনটি ঘর ভস্মীভূত হয় এবং ঘুমন্ত অবস্থায় থাকা শিশু আয়াত আগুনে পুড়ে মারা যায়।
ঘটনার পর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।