২০১৮ সালের মধ্যরাতের ভোটের দায় স্বীকার করে আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা। আট দিনের রিমান্ড শেষে পিবিআই তাকে আদালতে হাজির করে জবানবন্দির আবেদন করে। আদালত তা রেকর্ড করছে। বিএনপি নেতা সালাহ উদ্দিন খানের করা মামলায় শেখ হাসিনা, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন সংশ্লিষ্ট তিনজন সিইসি এবং কমিশনারদের আসামি করা হয়েছে।