বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা করছে। রোববার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ধর্মপ্রাণ মানুষ হলেও ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। তিনি উল্লেখ করেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে, তবে নানা বাধা ও অপপ্রচার সেই পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ফখরুল আওয়ামী লীগ সরকারের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের আহ্বান জানান এবং সাইবার যুদ্ধ ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, তরুণ সমাজ পরিবর্তন চায়, তাই বিএনপিকে নতুন চিন্তার আলোকে গড়ে তুলতে হবে। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমান নিজে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এতে যুক্ত আছেন।
এই বক্তব্য বিএনপির রাজনৈতিক পুনর্গঠন ও আসন্ন জাতীয় রাজনীতিতে নতুন দিকনির্দেশনা তৈরির ইঙ্গিত দিচ্ছে।